
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য পরিচালক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার দুপুরে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে তার পক্ষে মনোনয়ন নেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান। তামিম ইকবাল অবশ্য নিজে উপস্থিত ছিলেন না।
তামিম ইকবাল ছাড়াও এদিন আরও কয়েকজন প্রার্থী পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন।
- ক্যাটাগরি-বি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
- ক্যাটাগরি-সি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালও ফরম তুলেছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়:
- ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): এই ক্যাটাগরি থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন।
- ক্যাটাগরি-২ (ক্লাব): এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। তামিম ইকবাল এই ক্যাটাগরিরই প্রার্থী।
- ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা): ৪৫ জন কাউন্সিলরের ভোটে এখান থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক মনোনীত হবেন।