বান্দরবানে নিষিদ্ধ আকাশমনি গাছের চারা জব্দ করলো আনসার বাহিনী

বান্দরবানে নিষিদ্ধ আকাশমনি গাছের চারা জব্দ করলো আনসার বাহিনী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তাদের সদস্যরা পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ বৃক্ষনিধন প্রতিরোধ এবং পরিবেশবান্ধব চর্চা প্রচারে নিয়মিত টহল ও সচেতনতা কর্মসূচি চালাচ্ছেন।

এর অংশ হিসেবে আজ ৪ জুলাই ২০২৫ তারিখে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় একটি সফল অভিযান পরিচালনা করে আনসার সদস্যরা। সহকারী কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান মোর্শেদের নেতৃত্বে একটি ডাম্পার ট্রাক (রেজিঃ চট্টমেট্রো-য়-৩৮১) থেকে ৫ হাজার নিষিদ্ধ আকাশমনি গাছের চারা জব্দ করা হয়। পরে আরও ১০ হাজার চারা উদ্ধার করা হয়।

আকাশমনি (বেলজিয়াম) গাছটি দ্রুতবর্ধনশীল হলেও স্থানীয় পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর বলে বিজ্ঞানভিত্তিক প্রমাণ রয়েছে। এজন্য সরকারের পরিবেশ সংরক্ষণ নীতিমালার অধীনে এ গাছের চারা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

আনসার-ভিডিপির এই অভিযান প্রমাণ করে, তারা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের পরিবেশবান্ধব উন্নয়ন অভিযানে তাদের সক্রিয় অংশগ্রহণ অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *