
ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের বাস্তবায়নে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ রোববার সকালেই তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব (A/RES/79/81, ডিসেম্বর ২০২৪) অনুযায়ী ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এই সম্মেলনের নাম ‘High-Level International Conference for the Peaceful Settlement of the Question of Palestine and the Implementation of the Two-State Solution’। এই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদল অংশ নিচ্ছেন।
সম্মেলনের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিভিন্ন দেশের মন্ত্রী এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একাধিক বৈঠক করবেন। এসব বৈঠকে বিশেষভাবে আলোচনায় আসবে গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট ও রাজনৈতিক অচলাবস্থা এবং কার্যকর দ্বিরাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ করণীয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা তৌহিদ আগামী ১ আগস্ট ভোরে দেশে ফিরবেন।
এক জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন এবং টেকসই দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার প্রতি অঙ্গীকার পুনরায় তুলে ধরবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি কার্যকর, সময়সীমা নির্ধারিত শান্তি প্রক্রিয়ার রোডম্যাপ প্রণয়নেরও আহ্বান জানানো হবে।
বিশ্বব্যাপী ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি যারা রাষ্ট্রটি স্বীকৃতি দিয়েছিল। সেই থেকেই বাংলাদেশ সব আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসছে।