পর্দার জিম মরিসন আর নেই, না ফেরার দেশে ‘টপ গান’ তারকা ভ্যাল কিলমার

চলে গেলেন পর্দার জিম মরিসন, ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার। ৬৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই মার্কিন তারকা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দ্য নিউইয়র্ক টাইমস। দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি।

মারা গেছেন 'ব্যাটম্যান' অভিনেতা ভ্যাল কিলমার
মারা গেছেন ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার

ভ্যাল কিলমার বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্রুস ওয়েন চরিত্রে এবং অলিভার স্টোন পরিচালিত ‘দ্য ডোরস’-এ রক আইকন জিম মরিসনের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের জন্য।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা ছিলেন কিলমার। ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’— এসব ছবির মাধ্যমে তিনি দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন।

দীর্ঘ বিরতির পর ২০২১ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে আবারও দেখা যায় তাঁকে, যদিও ক্যানসারের প্রভাবের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ওই বছরই মুক্তি পায় তাঁর জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র ‘ভ্যাল’, যেখানে তাঁর ছেলেই দিয়েছিলেন তাঁর কণ্ঠ।

ভ্যাল কিলমারের চলে যাওয়া এক অনন্য প্রতিভার অবসান, যার অভিনয় আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে জ্বলজ্বলে স্মৃতি হয়ে থাকবে।

জোয়েল শুমাখারের ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরেভার’-এর জন্য কিলমার মাইকেল কিটনের কাছ থেকে দায়িত্ব নেন, যা সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য আউটসাইডার্স’ ছবি প্রত্যাখ্যান করার পর কিলমার ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট!’ ছবিতে অভিনয় করেন। যেখানে তিনি একজন রক তারকার চরিত্রে অভিনয় করেন এবং নিজে গানও গেয়েছিলেন। ১৯৮৬ সালের সাই-ফাই কমেডি ‘রিয়েল জিনিয়াস’-এ একজন বুদ্ধিমান কলেজছাত্র হিসেবে অভিনয় করে আরও বেশি পরিচিতি পান। তবে টম ক্রুজের সঙ্গে বিশ্বব্যাপী হিট ‘টপ গান’-এ অভিনয় তাঁকে বড় তারকা বানিয়ে দেয়।

কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি  ১৯৯১ সালে অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এ ছবিতে মরিসনের চরিত্রে অভিনয় করা। কিলমার তাঁর অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করেছিলেন এবং প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন।

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
ভ্যাল কিলমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউড তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *