
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে গত ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়া হবে।
জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনী ও নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার কয়েকটি অঞ্চল প্লাবিত হওয়ায় ওই দিনের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।
বর্তমানে আবহাওয়ার উন্নতি হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করেছে। পরীক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত কেন্দ্রেই ১২ আগস্ট সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, “আবহাওয়া পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”