সারাদেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৃষ্ট নৈরাজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থির পরিস্থিতির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শনিবার (৩১ মে) বিকেল ৪টায় ঢাকার শাহবাগ এলাকায় ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস. এম. ফরহাদ, মহানগর পূর্বের সভাপতি মোজাফফর হোসেন এবং মহানগর পশ্চিমের সভাপতি এইচ. এম. সালাউদ্দিন। এছাড়া ছাত্রশিবিরের মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।