নগর স্বাস্থ্যসেবা: ৫ বেসরকারি সংস্থার সাথে সমঝোতায় ডিএনসিসি

নগর স্বাস্থ্যসেবা: ৫ বেসরকারি সংস্থার সাথে সমঝোতায় ডিএনসিসি

নগরবাসীর বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৫টি বেসরকারি সংস্থার সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ রবিবার গুলশানস্থ নগর ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এডিবি অর্থায়নে পরিচালিত আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প শেষ হয় গত ৩০ জুন। এরপর ১ জুলাই থেকে ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকে। এই সেবা আরও টেকসই ও কার্যকর করতে নতুনভাবে এনজিওগুলোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হলো।

চুক্তির আওতায়—

এর মধ্যে মগবাজার এলাকার ৬টি সেন্টারের মধ্যে ৪টি ডিএনসিসির নিজস্ব ভবনে পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরবাসীর মৌলিক অধিকার। এ সেবার কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নগরবাসী আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।”

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী

সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী নগর স্বাস্থ্যসেবা পরিচালনার দায়িত্ব সিটি কর্পোরেশনের।
তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডিএনসিসি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে কাজ চালিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ স্পেশালিস্ট ডা. মারগুফ আরেফ জাহাঙ্গীর। এছাড়া অংশীদার এনজিওগুলোর নির্বাহী পরিচালক ও ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *