প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে শনিবার (৩১ মে) সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে আসায় পদ্মা নদী লঞ্চ চলাচলের উপযোগী বিবেচিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে প্রথম লঞ্চটি দৌলতদিয়া ঘাট থেকে যাত্রা শুরু করে। এ সময় আবহাওয়া স্বাভাবিক থাকায় পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বৈরী আবহাওয়া ও নদীতে উত্তাল ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচলও বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।
পরবর্তীতে, রাতে কিছুটা আবহাওয়া উন্নত হলে ফেরি চলাচল চালু হলেও লঞ্চ চলাচল বন্ধই রাখা হয়। তবে শনিবার সকাল থেকে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হলে যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসে।