দক্ষিণ কোরিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, পিপল পাওয়ার পার্টির কিম মুন-সু, ইতোমধ্যে পরাজয় মেনে নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্র জানিয়েছে, এই ফলাফল দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
নিজের বিজয়োত্তর ভাষণে লি জে-মিয়ং প্রতিশ্রুতি দেন, তিনি একটি নতুন পথের সূচনা করবেন যেখানে অর্থনীতি পুনরুদ্ধার ও উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।
অন্যদিকে পরাজিত প্রার্থী কিম এক আনুষ্ঠানিক বার্তায় জানান, “জনগণের রায় আমি গ্রহণ করছি এবং লি জে-মিয়ংকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তার সাফল্যের জন্য।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন ছিল কেবল একটি নেতা নির্বাচনের বিষয় নয়—এটি ছিল সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক গণরায়। ছয় মাস আগে সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইয়ল-এর সামরিক হস্তক্ষেপের চেষ্টার প্রেক্ষিতে, জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে তার দলের বিপক্ষে।
নির্বাচনের মাধ্যমে জনসাধারণ সেই রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে, যারা একনায়কতন্ত্রের আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হয়। এর ফলে লি জে-মিয়ং-এর বিজয় নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করেছে।
উল্লেখ্য, লি জে-মিয়ং-এর রাজনৈতিক জীবন বরাবরই বিতর্কে ঘেরা। আগের নির্বাচনে হারের পাশাপাশি তার বিরুদ্ধে এখনো একাধিক আইনি অভিযোগ রয়েছে। তবুও এবারের নির্বাচনী প্রচারে তিনি রাজনৈতিক মতাদর্শের সীমা অতিক্রম করে নানা শ্রেণি-পেশার মানুষকে একত্র করতে পেরেছেন।
অনেকে মনে করছেন, বর্তমান সংকটে তিনিই হতে পারেন দেশের সঠিক দিকনির্দেশক।
আন্তর্জাতিক পরিসরেও লি-র নেতৃত্বের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার শুল্কনীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রয়োজন দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা মার্কিন সেনাবাহিনীর ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে, কারণ কিছু সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
লি অতীতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, নির্বাচনী প্রচারণায় তিনি কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন। তবে তিনি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পক্ষে, যা ওয়াশিংটনের সঙ্গে তাঁর সরকারের ভবিষ্যৎ সম্পর্ককে কিছুটা জটিল করে তুলতে পারে।