
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা ও বিস্তারিত বিশ্লেষণের পর এই মতামত চূড়ান্ত করা হয়।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে কমিশনে এই মতামত জমা দেওয়া হয়। দলটি জানিয়েছে, নির্বাচনের স্বার্থে যতটা সমঝোতা প্রয়োজন, খসড়ার ওপর দেওয়া মতামতে ততটা ছাড় দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এক প্রতিক্রিয়ায় বলেন—
“আমরা আশা করি, জুলাই জাতীয় সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত হবে এবং তা বাস্তবায়নের পথে এগোবে। তবে প্রস্তাবিত খসড়ায় কিছু বিষয় রয়েছে যা গ্রহণযোগ্য নয়। যেমন— দলিলটিকে সংবিধানের ঊর্ধ্বে রাখা কিংবা আদালতে চ্যালেঞ্জ না করার শর্ত। এগুলো রাজনৈতিকভাবে মানা সম্ভব নয়।”
তিনি আরও বলেন—
“অবশ্যই আলাপ-আলোচনার মাধ্যমে সাংবিধানিক ও আইনসম্মত সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”