চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মাননায় ভূষিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চট্টগ্রাম, ১৪ মে ২০২৫: বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে এই ডিগ্রি তুলে দেন।

উপাচার্য বলেন, “দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অবদান অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ ডি-লিট ডিগ্রি প্রদান করছি।”

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং সহ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ নিয়ে পাঁচবার সমাবর্তন আয়োজন করা হলো। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৩১ জানুয়ারি, যাতে অংশ নিয়েছিলেন ৭ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। প্রথম সমাবর্তন হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৮ বছর পর, ১৯৯৪ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *