
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে ‘অসহায়’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবি জানান।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে দায়ী করে বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই দুর্বল ও অসহায়, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্পষ্ট ফুটে উঠেছে। মিটফোর্ডের ঘটনার সাহসের পরে গোপালগঞ্জের ঘটনায় সেই দুর্বলতা আরও প্রকট হয়েছে।”
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম প্রশ্ন তোলেন, “জুলাই বিপ্লবে হাজার হাজার প্রাণ উৎসর্গ করে দেশের ফ্যাসিবাদ মুক্তি সাধিত হলেও কেন আজ সমাবেশে হামলার সাহস পায় কেউ? সরকারের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই বিশৃঙ্খলার জন্য দায়ী।”
দলের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, “গোপালগঞ্জে হামলা গণতন্ত্রের ওপর একটি সরাসরি আঘাত। সরকারের এই দুর্বলতা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। হামলাকারীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “গোপালগঞ্জে এনসিপি সমাবেশ করার আগেই প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু সেখানে প্রশাসনের ভূমিকা কোথায় ছিল? গণমাধ্যমে দেখা গেছে, মঞ্চ ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা বাহিনী ছিল না।”
সমাবেশে দলীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদ ও যথাযথ বিচার দাবি জানান।