আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে এমপি প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।
রবিবার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে প্রায় সবকটি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হলো।” তিনি আরও বলেন, “সংস্কার এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। দলটি কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।”
মুফতি আমীর হামজাকে নিয়ে মোবারক হোসেন বলেন, “তিনি শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ।”
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদসহ আরও অনেকে।
জামায়াত ইসলামী জানিয়েছে, দলটি ১৮ ও ২৪ সালের মতো বিতর্কিত নির্বাচন আর দেখতে চায় না। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারই একমাত্র সমাধান।