
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। তবে শাপলা প্রতীক এখন অন্তর্ভুক্ত হচ্ছে না।
রোববার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট প্রতীক বরাদ্দ দেয়। কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাদ দেওয়া সম্ভব নয়। তাই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক তফসিলে থাকবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীকের ব্যাপারে তিনি বলেন, “যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে, কিন্তু যেহেতু শাপলা প্রতীক এখন ইসির তফসিলে নেই, তাই তা আপাতত অন্তর্ভুক্ত করা হয়নি। এনসিপি ভবিষ্যতে নিবন্ধন পেলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”
এর আগে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন। তারা দাবি করেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক তফসিলে রাখা উচিত নয়। বর্তমানে ইসি তাদের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যেখানে নৌকা প্রতীক বাদ দেওয়ার আইনি ভিত্তি আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ মে অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদের অনুমোদন ছাড়া আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। একই দিনে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।