
প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং সাড়ে ১২ কোটির বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে শেখ রেহানার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অভিযোগপত্রে বলা হয়, রাদওয়ান মুজিব নিজ নামে ২ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন যার বৈধ উৎস নেই। এছাড়া, তার কোনো স্বীকৃত ব্যবসা না থাকলেও তিনি তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৪৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিংয়ের সন্দেহ তৈরি করে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগেও রাদওয়ান মুজিবের নাম আসে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দসংক্রান্ত মামলায়, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
এছাড়া, গত ১৭ জুলাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ও রাদওয়ানের চাচা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের নামে পৃথক চারটি মামলা করেছে দুদক। এসব মামলায় প্রায় ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তারিক সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রায় ২৮ কোটি ৫৮ লাখ, তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২৫ কোটি ৭৭ লাখ এবং দুই মেয়ের বিরুদ্ধে ৩ কোটি ও ৪ কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।