জোরপূর্বক গুম রোধে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা WGEID-এর

জোরপূর্বক গুম রোধে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা WGEID-এর

জোরপূর্বক গুম ইস্যুতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সেস (WGEID) প্রতিনিধিদল। তারা বিশেষভাবে আন্তর্জাতিক কনভেনশন ICPPED-এ বাংলাদেশের সাম্প্রতিক যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

সরকারের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিনিধিরা জোরপূর্বক গুম তদন্তে গঠিত কমিশনের (COI) কর্মকাণ্ড এবং অঙ্গীকারের প্রশংসা করেন। তারা আরও জানান, কীভাবে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রচেষ্টায় আরও সহায়তা করা যায়, সে বিষয়েও তারা আগ্রহী।

পররাষ্ট্র সচিব বলেন, “মানবাধিকার রক্ষা, প্রচার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি WGEID-এর কারিগরি সহায়তা ও সহযোগিতার আশ্বাসকে আন্তরিকভাবে স্বাগত জানান।

জাতিসংঘের প্রতিনিধিদল তাদের মিশনের মাধ্যমে সরকারের মানবাধিকার রক্ষার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *