নাগরিকদের দ্রুত ও সহজে আধুনিক ভূমিসেবা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫। জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই মেলার কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন প্রাঙ্গণে। মেলায় অংশ নিয়ে জনসাধারণ অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্পর্কে বিস্তারিত জানতে ও ব্যবহার করতে পারছেন।
মেলার সময়সূচি:
তারিখ: ২৫-২৭ মে ২০২৫
স্থান: ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা
এবারের মেলায় দর্শনার্থীরা ভূমি উন্নয়ন কর, জমির খতিয়ান, অনলাইন নামজারি, ভূমি সংক্রান্ত অভিযোগসহ নানা ধরনের সেবা সম্পর্কে জানতে ও তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারছেন। মেলা সবার জন্য উন্মুক্ত এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এখানে স্টল স্থাপন করেছে।
অনুষ্ঠানসূচি (২৫ মে ২০২৫, রবিবার):
স্থান: ভূমি ভবন অডিটোরিয়াম (লিফটের ২), তেজগাঁও, ঢাকা-১২১৫
তারিখ: ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ২৫ মে ২০২৫
সকাল ১০.০০ – আগত অতিথিদের আসন গ্রহণ
সকাল ১০.১৫ – স্বাগত বক্তব্য ও ভূমিসেবা বিষয়ক উপস্থাপনা
সকাল ১০.৩০ – বিশেষ অতিথির বক্তব্য
সকাল ১১.০০ – প্রধান উপদেষ্টার (প্রতিমন্ত্রী পদমর্যাদা), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বক্তব্য
সকাল ১১.১০ – মাননীয় উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়ের বক্তব্য
সকাল ১১.২৫ – মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মহোদয়ের ভিডিও বার্তা
সকাল ১১.৩৫ – সভাপতির বক্তব্য
সকাল ১১.৪৫ – ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন
সকাল ১১.৫৫ – মেলার স্টল পরিদর্শন