ভোট নিয়ে ড. ইউনূসের সময়সীমার একদিনও ব্যতিক্রম হবে না: প্রেস সচিব

ভোট নিয়ে ড. ইউনূসের সময়সীমার একদিনও ব্যতিক্রম হবে না: প্রেস সচিব

নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময় বলেছেন, তার একদিন পরেও নির্বাচন হবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রেস সচিব বলেন, “প্রথমে প্রফেসর ড. ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় এপ্রিলের শুরুতে বলেছিলেন। পরবর্তীতে বিভিন্ন সংস্কার এবং কাজের অগ্রগতির প্রেক্ষিতে আমরা জানাই যে, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এখনও আমরা সেই অবস্থানেই আছি, এর একদিনও পেছাবে না।”

তিনি আরও জানান, “আমরা চাই এই নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল হোক। অতীতে যেমন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, এবার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সহিংসতা পুরোপুরি ঠেকানো যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *