রাজধানীর উত্তরা এলাকা থেকে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রের মূলহোতা মো. সাগর আলীকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তার হেফাজত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নকল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও নাগরিক সনদ, স্ট্যাম্প ও সীলসহ নানা ধরনের জাল ডকুমেন্ট এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি টিম উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিবির সূত্রে জানা যায়, সাগর আলী দীর্ঘদিন ধরে একটি চক্র পরিচালনা করে সরকারের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সনদপত্র নকল করে প্রতারণা করে আসছিলেন। এই প্রতারক চক্র শিক্ষাগত সনদ, নাগরিক সনদ ও অন্যান্য সরকারি কাগজপত্র জাল করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নকল সার্টিফিকেট, সীলমোহর, সরকারি ফরম, কালি ও ছাপার বিভিন্ন যন্ত্রাংশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর আলী তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন এবং আরও কয়েকজন সহযোগীর নামও উল্লেখ করেছেন।
ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত থাকবে।