ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা: ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা: ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। আগামী সোমবার, ৯ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

যেসব দেশের নাগরিকদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্র্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

তবে আরও ৭টি দেশ আংশিকভাবে এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে—যেমন: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক কলোরাডোর একটি হামলার প্রসঙ্গ টেনে বলেন, “সঠিক যাচাই ছাড়াই কিছু বিদেশি নাগরিকদের প্রবেশের কারণে এমন ঘটনা ঘটছে।” যদিও অভিযুক্ত ব্যক্তি মিশরীয় হলেও মিশরের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এসেছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে “বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো এক শক্তি” বলে মন্তব্য করেছে, আর সোমালিয়া ইতিবাচক আলোচনায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে।

যদিও এই নিষেধাজ্ঞা ব্যাপক, কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্যাতিত সংখ্যালঘুদের এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের জন্য বিশেষ বিবেচনার কথা বলা হয়েছে।

আজ হোয়াইট হাউস থেকে আরও দুটি বড় ঘোষণা এসেছে—হার্ভার্ডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সীমিত করার একটি আদেশ এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্ভূত “ষড়যন্ত্রমূলক গুজব” তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *