হোয়াইট হাউসে ট্রাম্পের প্রশ্নবানে অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে বৈঠকে গিয়ে অস্বস্তিকর মুহূর্তে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ওভাল অফিসে আয়োজিত আলোচনার শুরুতে বাণিজ্য বিষয়ক সংলাপের কথা থাকলেও, ট্রাম্প আলোচনার মোড় ঘুরিয়ে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ভূমি দখল ও নিপীড়নের অভিযোগ তোলেন।

ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সম্প্রদায়ের অনেকেই নিপীড়নের শিকার হচ্ছেন এবং তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন। কিছু সংবাদ প্রতিবেদন ও ভিডিওকে তিনি তার বক্তব্যের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। যদিও রামাফোসা উত্তপ্ত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে বলেন, “যদি শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যা সত্য হতো, তাহলে এই তিনজন গলফ খেলোয়াড় আমার সঙ্গে থাকতেন না।” তিনি উল্লেখ করেন যে, তার সফরসঙ্গী ছিলেন দক্ষিণ আফ্রিকার তিনজন শ্বেতাঙ্গ গলফ তারকা।

আলজাজিরার মতে, ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর থেকে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রতি সহায়তা বন্ধ, আফ্রিকানারদের আশ্রয় না দেওয়া, রাষ্ট্রদূত বহিষ্কারসহ নানা বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তে রামাফোসার প্রশাসন বেশ চাপের মুখে।

বিশ্লেষকদের মতে, ঐতিহাসিকভাবে সম্মানজনক স্থান হিসেবে পরিচিত ওভাল অফিস এখন ট্রাম্পের নেতৃত্বে কিছুটা রাজনৈতিক চাপ প্রয়োগের জায়গায় পরিণত হয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে এভাবে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বার্তা ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *