ট্রাম্পের নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও বাংলাদেশি

ট্রাম্পের নীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ইমিগ্রেশন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফেরত পাঠানো এসব বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের অভিযোগে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শুরুর দিকে এ দফায় ৬০ জন ফেরত আসছেন বলে ধারণা করা হলেও শেষপর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বিভিন্ন সময়ে আরও ১১৮ বাংলাদেশিকে একইভাবে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এদের প্রত্যেকের সঙ্গেই মানবিক আচরণ করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক আচরণ নিশ্চিত করার জন্য বারবার অনুরোধ জানানো হয়, এবং যুক্তরাষ্ট্র সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে। কাউকে হাতকড়া পরানো হয়নি।”

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিষয়ক তদারকি করে তিনটি সরকারি সংস্থা— অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন, এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর মাত্র ৯ দিনের মাথায় ২৯ জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেন।

এ প্রক্রিয়ায় ভারত, ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের হ্যান্ডকাফসহ ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে, যেটি নিয়ে তীব্র সমালোচনায় মুখর হন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে আপাতত এমন দৃশ্য দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *