
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকার একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের বরাতে জানা গেছে, কৌতূহলবশত কয়েকজন ব্যাগটি খুলে দেখতে পায় সেখানে মরদেহের টুকরা রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে শরীরের অংশ টুকরা টুকরা করে ব্যাগে ভরে ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।