ট্রাম্পের আমিরাত সফরে ২০০ বিলিয়ন ডলারের চুক্তি ও ভবিষ্যৎ এআই প্রকল্পের ঘোষণা

সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ২০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিমান খাতের গুরুত্বপূর্ণ চুক্তি।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ যুক্তরাষ্ট্র থেকে ২৮টি বোয়িং উড়োজাহাজ কেনার অঙ্গীকার করেছে, যার মোট মূল্য ১৪.৫ বিলিয়ন ডলার।

এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশ ‘AI Acceleration Partnership Framework’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, এই অংশীদারিত্বের আওতায় বিশাল ডেটা সেন্টার তৈরি হবে, যা যুক্তরাষ্ট্রের বাইরে অন্যতম বৃহৎ হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্পের সফরের সময় আবুধাবিতে ‘5G-WUAE-US AI Campus’ উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগকে ঘিরে এআই প্রযুক্তি উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য অগ্রগতি করতে চায়।

বৈঠকে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ও আমিরাতের সম্পর্ক আরও প্রসারিত হবে এবং দুই দেশ একসঙ্গে অনেক দূর এগিয়ে যাবে।” অপরদিকে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, “বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেই আমরা কাজ করব।”

এছাড়া, আগামী ১০ বছরে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।

সফরকালে ট্রাম্প শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখেন এবং পরে দুই দেশের নেতা একসঙ্গে নৈশভোজে অংশ নেন। এআই প্রযুক্তিকে কেন্দ্র করেই ভবিষ্যতের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দুই দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *