
কুমিল্লার তিতাস উপজেলায় এক তরুণীকে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নূর মোহাম্মদ নামে এক সাবেক ছাত্র সংগঠনের সমন্বয়কের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী।
অভিযুক্ত নূর মোহাম্মদ উপজেলার কালাচান কান্দি গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের ছেলে। তিনি বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতাস উপজেলা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, একই এলাকায় বসবাসের কারণে নূর মোহাম্মদের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরিচয়ের পর থেকেই তিনি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন এবং বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতেন। গত ১৬ জুলাই দুপুরে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে তিনি ওই তরুণীকে একটি মাইক্রোবাসে তোলেন। পথে নূর মোহাম্মদ তাকে কোমল পানীয় পান করান, যা পান করার পরপরই তরুণী অচেতন হয়ে পড়েন। এরপর তাকে অজ্ঞাত একটি হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়।
পরে অভিযুক্ত তাকে একই গাড়িতে করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান। ঘটনাটি পরিবারের কাছে জানালে ভুক্তভোগীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। পরিবার মামলা করতে থানায় গেলে পুলিশ তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
ভুক্তভোগী বলেন, “নূর মোহাম্মদ আমার জীবন ধ্বংস করেছে। এখন আবার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত নূর মোহাম্মদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির কুমিল্লা জেলা সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন জানান, সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব শাখা কমিটি অনেক আগে বিলুপ্ত করা হয়েছে। তাই সংগঠন থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ ওমর শরীফ বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠু তদন্ত হলে ভুক্তভোগী অবশ্যই ন্যায়বিচার পাবেন।