টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক

টোকিও, ২৮ মে: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মান জানাতে জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেন নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া।

সাক্ষাতে তারা রোহিঙ্গা সমস্যা, মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, এবং বৈশ্বিকভাবে মানবিক সহায়তা হ্রাসের বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় সাসাকাওয়ার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “আপনি যেভাবে মিয়ানমারের ভেতরে এবং বাইরে সম্মান অর্জন করেছেন, তা প্রশংসনীয়।” সাসাকাওয়া এ পর্যন্ত ১৫০ বারেরও বেশি মিয়ানমার সফর করেছেন এবং দেশটির সরকার ও বহু জাতিগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে শ্রদ্ধেয়।

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার জন্য ইউনূস সাসাকাওয়ার সহযোগিতা চান, বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১.২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনের বিষয়ে। ইউনূস আরও বলেন, “প্রতি বছর রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩৫ হাজার শিশুর জন্ম হচ্ছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত। ক্যাম্পে নিরাপত্তাহীনতা এবং মাদক চোরাচালান পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।”

তিনি জোর দিয়ে বলেন, “এই মুহূর্তেই রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ শুরু করা উচিত। আমরা একসঙ্গে কাজ করতে পারি।”

এছাড়া, ইউনূস বাংলাদেশভিত্তিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র জরুরি চিকিৎসা গবেষণা কার্যক্রমে নিপ্পন ফাউন্ডেশনের সহায়তা কামনা করেন, যেটি সম্প্রতি ইউএসএআইডি সহায়তা বন্ধ হওয়ায় সংকটে পড়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিদেশবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, উপদেষ্টা লুৎফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মুরশেদ। অনুষ্ঠানে ইউনূস সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *