টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি বসতঘর পুড়ে গেছে |

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার —

টেকনাফে লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে ঘরবাড়ি পুড়ছে। ছবিটি গতকাল রাতে তোলা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-২৪) অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রোববার রাত আনুমানিক ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যাম্পের রোহিঙ্গা নেতা কামাল হোসেন জানান, এফ-ব্লকের ‘ছনখোলা’ এলাকায় একটি বসতঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং অন্তত ৫০টি ঘর পুড়ে যায়।

লেদা ক্যাম্পের চেয়ারম্যান (মাঝি) মোহাম্মদ আলম বলেন, প্রায় ৭০ হাজার রোহিঙ্গা এই শিবিরে বসবাস করেন। বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ঘরের চুলা থেকেই আগুনের উৎপত্তি হয়েছে।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হননি। তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

এদিকে, ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মুহাম্মদ কাউছার সিকদার জানান, আলীখালী ও লেদা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের লেদা ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, এফ-ব্লক ও সি(এ)-ব্লকের বেশ কয়েকটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো সংগ্রহের কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *