
গণঅভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত বিশেষ আলোচনা সভায় শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান জানানো হয়। ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে রিধি কান্নাজড়িত কণ্ঠে বাবাকে জড়িয়ে ধরার আকুতি জানায়। শিশুটির আবেগঘন বক্তব্য শুনে তারেক রহমান নিজেও কেঁদে ফেলেন। জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, তিনি বারবার চশমার ফাঁক দিয়ে চোখ মুছছেন।

আলোচনা সভায় দেশের বিভিন্ন স্থান থেকে নির্যাতিত পরিবার ও গুম-খুনের শিকারদের স্বজনরা অংশ নেন। তারা তাদের কষ্ট, আর্থিক সংকট এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। শহীদ পরিবারগুলো রাষ্ট্রের কাছে দাবি জানায়—গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।