মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান রংপুর।

নীলফামারী-৩ ( জলঢাকা ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব সৈয়দ আলী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্রে তাকে নীলফামারী-৩(জলঢাকা) আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। মনোনয়নপত্রে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য দলের পূর্ণ সমর্থনের বিষয়টি উল্লেখ রয়েছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ আলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নীলফামারী-৩ আসনের ভোটারদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।