বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) সকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ফেসবুক পোস্টে তিনি জানান, “স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। তারা গতকাল বিকেলে আমাকে ফোনে জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স (টুইটার) হ্যান্ডেলে বিষয়টি ঘোষণা করেছে।”
স্টারলিংক শুরুতে দুটি প্যাকেজ চালু করেছে—
- স্টারলিংক রেসিডেন্স (মাসিক ৬০০০ টাকা)
- রেসিডেন্স লাইট (মাসিক ৪২০০ টাকা)
উভয় প্যাকেজেই রয়েছে আনলিমিটেড ডেটা এবং সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতি। তবে এককালীন সেটআপ খরচ হিসেবে ৪৭,০০০ টাকা লাগবে।
ফয়েজ আহমদের মতে, “এটি মূলত প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য হলেও যেসব এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে এটি গুরুত্বপূর্ণ বিকল্প হবে। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তাদের জন্যও এটি হবে টেকসই সমাধান।”