সরকারের জব্দ করা সম্পদের পরিমাণ ১ লাখ ৩০ হাজার কোটি টাকা ছাড়াল

দেশজুড়ে দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিয়েছে সরকার। এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জব্দ করা অর্থের মধ্যে রয়েছে ১৬৪ মিলিয়ন ডলার বিদেশি অর্থ, ২০.৭ মিলিয়ন ডলার অভ্যন্তরীণ অর্থ এবং ৪২ হাজার কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ

তিনি আরও জানান, এই সম্পদ বাজেট খাতে ব্যবহার না করে, দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে অনেক অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। এসবের বড় অংশ ইতোমধ্যেই জব্দ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জব্দ অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বোর্ড গঠন করা হবে। এই সম্পদ ব্যাংকগুলোতে ফেরত দেওয়া এবং জনসেবামূলক খাতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এছাড়া প্রয়োজন হলে আইন সংশোধন করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *