বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি উপলব্ধি করে বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি সবসময়ই গঠনমূলক সংস্কারের পক্ষে। তবে সংস্কার একদিনে শেষ করার বিষয় নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা অংশীজনদের মতামতের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য।
তিনি আরও বলেন, বিএনপিসহ অনেক দল ইতোমধ্যে সংস্কার প্রস্তাব দিয়েছে। জুন-জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে—এক্ষেত্রে নির্বাচন পিছিয়ে দেওয়া কাউকে সুযোগ করে দেওয়ার অংশ কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, দেশের প্রতিটি অঞ্চলেই জনগণ ফ্যাসিবাদের শিকার হয়েছে এবং দীর্ঘদিনের এক দফা আন্দোলনের পর এই গণঅভ্যুত্থান এসেছে, যা বিএনপির লড়াইয়ের ফলাফল।