সোহাগ হত্যা মামলায় আরও একজন অভিযুক্ত গ্রেফতার

সোহাগ হত্যা মামলায় আরও একজন অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ঐতিহাসিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাগর (৩৬)।

মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কোতোয়ালী থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

এর আগে ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল ৬টার দিকে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল দুর্বৃত্ত সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

হত্যাকাণ্ডের পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেন। এরপর থেকে একাধিক অভিযান চালিয়ে পুলিশ ও র‍্যাব এ পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৯ জন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *