সোহাগ হত্যা মামলায় আসামি গ্রেফতার করায় ৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

সোহাগ হত্যা মামলায় আসামি গ্রেফতার করায় ৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেফতার করায় লালবাগ বিভাগের সাত পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন কমিশনার। পুরস্কারপ্রাপ্তরা হলেন:
১। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আমিনুল কবীর তরফদার
২। সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমান
৩। সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা
৪। এসআই খায়রুল আলম
৫। এএসআই মোঃ মিজানুর রহমান
৬। এএসআই মোঃ কামাল হোসেন
৭। কনস্টবল মোঃ শরিফুল আলম

কমিশনার পুরস্কারপ্রাপ্তদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “তাদের এ সাফল্য অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

গত ৯ জুলাই ২০২৫ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে। পরে তার বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানায় মামলা হয়।

তদন্তের এক পর্যায়ে হত্যাকাণ্ডে পাথর নিক্ষেপকারীকে সিসিটিভি ফুটেজে শনাক্ত করা গেলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি। পরবর্তীতে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রচেষ্টায় মোঃ রিজওয়ান উদ্দিন অভির অবস্থান চিহ্নিত করে পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *