সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ বোতল বিদেশি মদ, ২০ পিস ইয়াবা ও একটি ডিআই পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে ২০২৫) রাত ৩টা ২৫ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মীরাবাজারের ফরহাদ খাঁর পুলের আগে সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:
- সিদ্দিক আমীন (২৫), পিতা: আব্দুল জলিল, মাতা: আয়শা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম-নলজুড়ী (দক্ষিণ বস্তি), ইউপি-চৈলাখেল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।
- শুভ হালদার (২৫), পিতা: যতীন্দ্র হালদার, মাতা: সবিতা হালদার, স্থায়ী ঠিকানা: গ্রাম-বাটাজোর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা (এফআইআর নং-৪১, তারিখ ২৩/০৫/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তথ্যসূত্র: Sylhet Metropolitan Police – SMP ফেসবুক পেজ