শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও Japan International Cooperation Agency (JICA)-এর যৌথ উদ্যোগে এক বিশেষ শিক্ষা ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ মে ২০২৫) ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের আয়োজনে Dhaka Road Traffic Safety Project (DRSP)-এর অধীনে এ কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।
এই কর্মশালায় শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিশুদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, সড়কে নিরাপদ আচরণ, ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের প্রয়োজনীয়তা, গাড়িতে সিটবেল্ট ও মোটরসাইকেলে হেলমেট পরার বাধ্যবাধকতা, চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বা হাত বের না করা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেওয়ার মতো বিষয়গুলো শেখানো হয়।
শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ট্রাফিক শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেন এবং মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে উপস্থিত ছিলেন ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর। এছাড়া সংশ্লিষ্ট জোনের ট্রাফিক ইন্সপেক্টরগণও কর্মশালায় অংশগ্রহণ করেন।
ডিএমপি ও জাইকার কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহপূর্ণ মনোভাব কর্মশালাটিকে সার্থক করেছে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।