সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় অজ্ঞান পার্টি সন্দেহে দুইজন বিদেশি নাগরিককে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সন্দেহে ইরানি নাগরিক আসকান (২৯) ও হুসাইন (৩৩) নামের দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেছেন।
রবিবার দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই দুই ইরানি যুবক একটি ফিডের দোকানে ঢুকে টাকার খুচরা চাইতে গিয়ে দোকানদারকে সম্মোহিত করে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেন। সন্দেহভাজন এ কর্মকাণ্ড জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের চোখে পড়ে এবং তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দুইজনকে মারধর করেন।
ঘটনার পর সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইরানি নাগরিকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের ভাষ্য অনুযায়ী, তারা বগুড়া ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন এবং পথে বাস থামলে খুচরা নোট করার জন্য দোকানে গিয়েছিলেন। এ সময় তাদেরকে স্থানীয়রা ভুল বুঝে মারধর করেন।
এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, দুই ইরানি যুবকের বিরুদ্ধে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তারা প্রহৃত হয়েছেন। তবে তাদের পক্ষ থেকে অজ্ঞাত ৩০-৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।