
শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিতর্কিত মন্তব্যের কারণে আগেও সমালোচনার মুখে পড়েছিলেন এই নাট্যনির্দেশক ও শিক্ষক। এবার এক নাটকীয় ঘটনার মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তবে মঞ্চে বক্তব্য না দিয়ে সরাসরি শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি থিয়েটার করা বন্ধ করেছি। ব্যক্তিগত জীবন ত্যাগ করে কাজ করেছি, কিন্তু সচিবালয়ের হস্তক্ষেপের কারণে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। অর্থনৈতিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিইনি, যা বাধার কারণ হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনিক জটিলতা এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তার কাজের পরিবেশ নষ্ট করেছে।
এসময়, কিছুটা অপ্রাসঙ্গিকভাবে, তিনি আদিবাসীদের প্রসঙ্গ টেনে আনেন এবং বলেন, “আমাকে বলা হয়েছিল ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করতে পারব না। যেহেতু আমি পদত্যাগ করেছি, এখন বলতে চাই—আদিবাসীদের দাবি পূরণ হোক, তাদের নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক।”
তার আকস্মিক পদত্যাগ ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।