শিবিরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, প্রমাণবিহীন অভিযোগ এবং দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা বলেছে, রাজনৈতিক প্রতিহিংসার মনোবৃত্তি পরিহার না করলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।

শুক্রবার (১৬ মে) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যায়ভিত্তিক ও আদর্শিক রাজনীতি করে আসছে। অথচ কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুল তথ্য দিয়ে সংগঠনকে বিতর্কিত করতে চাইছে। সোশ্যাল মিডিয়ায় সংগঠনের লোগো ও নেতাদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অশালীন তথ্য ছড়ানো হচ্ছে।”

তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক উপদেষ্টার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় কোনো প্রমাণ ছাড়া ছাত্রশিবিরের ওপর চাপানো হয়েছে, যা ফ্যাসিস্ট আচরণের পুনরাবৃত্তি।

নেতৃবৃন্দ জানান, অতীতেও ছাত্রশিবিরকে বিভিন্ন আলোচিত ঘটনার সঙ্গে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. তাহের হত্যা, জাবির কবির হত্যাকাণ্ড, কুয়েটে হামলা এবং ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড।

বিবৃতিতে তারা বলেন, “দেশ গঠনে বিভক্তি ও দোষারোপের রাজনীতি প্রতিবন্ধক। আমরা গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানাচ্ছি এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *