শাহবাগের ত্রিকোণাকৃতির বিলবোর্ড ভেঙে ‘জুলাই মনুমেন্ট’ নির্মাণের প্রস্তুতি

শাহবাগের ত্রিকোণাকৃতির বিলবোর্ড ভেঙে ‘জুলাই মনুমেন্ট’ নির্মাণের প্রস্তুতি

রাজধানীর শাহবাগ এলাকায় ‘প্রজন্ম চত্বর’ হিসেবে পরিচিত ইলেকট্রিক বিলবোর্ডের ত্রিকোণাকৃতির স্থাপনাটি ভেঙে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (১৩ জুলাই) রাতে এ স্থাপনাটি ভাঙার কাজ শুরু করে সিটি করপোরেশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখানে একটি নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা সম্ভবত “জুলাই মনুমেন্ট” হতে পারে।

ডিএসসিসির উপ–রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী জানান, শাহবাগে অবস্থিত ত্রিকোণাকৃতির ইলেকট্রিক বিলবোর্ডটি ২০০৮ সালে নির্মিত হয়েছিল। ওই সময় সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে এটি স্থাপন করা হয় এবং নিয়মিত রাজস্বও প্রদান করা হতো।

তিনি আরও জানান, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের মেয়াদে রাজধানীর বিভিন্ন স্থানের বিলবোর্ড উচ্ছেদের অংশ হিসেবে এই স্থাপনাও ভেঙে ফেলা হয়েছিল। তবে এর ফলে নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করেন, যা এখনো চলমান। মামলা চলায় দীর্ঘদিন স্থাপনাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ডিএসসিসির অঞ্চল–১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, “স্থাপনাটি অফিসিয়ালভাবে কোনো নামেও পরিচিত ছিল না। এটি আসলে একটি ইলেকট্রিক বিজ্ঞাপন বোর্ড ছিল, যা বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই সেটি ভেঙে ফেলা হয়েছে।”

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, সরকার দেশব্যাপী ৬৪টি জেলায় ‘জুলাই মনুমেন্ট’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে শাহবাগের এই এলাকাটিতেই ঢাকার জন্য নির্ধারিত ‘জুলাই মনুমেন্ট’ নির্মাণ করা হতে পারে বলে পূর্ত মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, শাহবাগের মতো ঐতিহাসিক ও প্রতীকী এলাকায় একটি জাতীয় স্মারক স্থাপন শহরের গৌরবময় ইতিহাসকে নতুন করে চিহ্নিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *