ঢাকা, ২৭ মে ২০২৫ (মঙ্গলবার):
বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে দেশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় আজ ভোর ৫টার দিকে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুইজন সহযোগী — শ্যুটার আরাফাত এবং শরীফ — কে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন।


সুব্রত বাইন ও মোল্লা মাসুদ দেশের কুখ্যাত ‘সেভেন স্টার’ সন্ত্রাসী গ্যাংয়ের শীর্ষ নেতা হিসেবে পরিচিত এবং ‘তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসী’-দের অন্যতম। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক মামলার রেকর্ড রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা সকল নাগরিককে অনুরোধ করেছে, যেকোন অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য।