কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের তথ্য ভিত্তিহীন বলল আইএসপিআর

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের তথ্য ভিত্তিহীন বলল আইএসপিআর

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের খবর প্রচারিত হচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনী জানিয়েছে, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আইএসপিআর থেকে জানানো হয়, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচনী দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও সেনাবাহিনীর এসব কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

সেনাবাহিনী মনে করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।

বাংলাদেশ সেনাবাহিনী সবার জন্য শুভকামনা জানিয়েছে।

One thought on “কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের তথ্য ভিত্তিহীন বলল আইএসপিআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *