
রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এবার সুনামি আঘাত হেনেছে। বুধবার (স্থানীয় সময়) সকালে আঘাত হানা এই সুনামির ফলে সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ তিনটি বড় ঢেউয়ে প্লাবিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় আড়াই হাজার মানুষের শহর সেভেরো-কুরিলস্কের জনগণকে নিরাপদে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, ভূমিকম্পের অল্প সময় পরই প্রথম ঢেউ উপকূলে পৌঁছায়। জরুরি সেবা সংস্থাগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।