
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্মীয় অবমাননার অভিযোগের কারণে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের ওপরও হামলা চালানো হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর গঙ্গাচড়া মডেল থানায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের রবীন্দ্রনাথ রায়ের বাদী হয়ে প্রায় ১০০০ থেকে ১২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনার ফলে এলাকায় একটি ধর্মীয় সম্প্রদায়ের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।