
রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ, চীন এবং আসিয়ানের দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে এশিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। বুধবার একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এই প্রস্তাব দেয়।
মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য এবং এপিএইচআর’র সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, এই মুহূর্তে দুটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত। প্রথমত, রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের একটি এশিয়ান নেতৃত্বাধীন প্রচেষ্টা এবং দ্বিতীয়ত, রোহিঙ্গা সমস্যার সমাধানে একটি উচ্চপর্যায়ের এশিয়ান-বাংলাদেশ-চীন রাজনৈতিক শীর্ষ সম্মেলন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ান সহযোগিতা চান এবং বাংলাদেশকে এই আঞ্চলিক সংস্থার ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই আমরা সরাসরি এই বিষয়টি তাদের কাছে আনতে পারি না। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাটি সমাধান হওয়া প্রয়োজন এবং এটি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি এপিএইচআরকে একটি এশিয়ান সংসদীয় দল গঠন করে তাতে বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোরও আহ্বান জানান। তিনি আরও বলেন, আসিয়ানের উচিত একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে তারা বিশ্বের বাকি মানুষকে তাদের সমস্যার কথা জানাতে পারে।
চার্লস সান্তিয়াগো জানান, আসিয়ান সংসদ সদস্যরা ২০১৮ সালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন। তবে তিনি স্বীকার করেন, গত দুই-তিন বছর ধরে তারা মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেওয়ায় এই বিষয়ে কিছুটা নীরব ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ওয়েং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআর’র প্রোগ্রাম ডিরেক্টর ছোনলাথান সাফাইবুনলার্ড।