সালমান-আনিসুল-নুরুর রিমান্ড মঞ্জুর

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রিয়াজ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামি সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আরজি জানান। অপর তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও শুনানিতে অংশ নেননি।

শুনানি শেষে আদালত সালমান এফ রহমান, আনিসুল হক এবং নুরু মিয়ার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোহানুর রহমান আজাদের রিমান্ড বিষয়ে আদেশ পরে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ২৩ বছর বয়সী রিয়াজ। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট তিনি মারা যান। পরে নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *