জামালপুর-৫ আসন থেকে টানা চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা মঙ্গলবার (২৭ মে) বিকালে স্ত্রীসহ শেরপুরে আটক হয়েছেন। শেরপুর সাব-রেজিস্টার অফিসে জমির দলিল করতে গেলে স্থানীয়দের ঘেরাওয়ের মুখে পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলিল সম্পাদনের সময় সাবেক এই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে সাধারণ মানুষ ঘিরে ধরে এবং “দুর্নীতিবাজদের বিচার চাই”, “স্বৈরাচার সরকারের এমপিকে গ্রেপ্তার করো” ইত্যাদি স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার দাবির পরিপ্রেক্ষিতে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” জামালপুর সদর থানার ওসি জানান, তারা আটকসংক্রান্ত তথ্য পেয়েছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটকের খবরে শেরপুর ও জামালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই তার বিরুদ্ধে অতীতে করা দুর্নীতির তদন্ত ও শাস্তির দাবি জানান।