ঢাকা, ২৪ মে ২০২৫ (শনিবার):
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শাওরাইল এলাকায় আজ ভোররাতে একটি সফল যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত চক্র ‘মজনু গ্রুপের’ পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী সেনা ক্যাম্পের সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। ভোর ৩টার দিকে শাওরাইল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ১৫ রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র।

গ্রেফতারকৃত পাঁচজনকে জব্দকৃত অস্ত্রসহ আইনানুগ প্রক্রিয়ায় কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য।