ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহমুদুল হাসান নাজিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ তিন লক্ষ টাকা আত্মসাৎ করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অভিযুক্ত আরব আলি মোল্লা পাইকারি ব্যবসায়ী সেজে নাজিমের সঙ্গে পরিচয় গড়ে তোলে এবং বরিশালে এসে সস্তায় ইলেকট্রনিক্স পণ্য বিক্রির প্রলোভনে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকস দল মামলা রুজু করে তদন্ত শুরু করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ও প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে বরিশাল রুপাতলী এলাকা থেকে অভিযুক্ত আরব আলি মোল্লা (৫৫), মো: মতিন শেখ (২৫), ও মো: এমদাদ শেখ (৪০)-কে গ্রেফতার করা হয়।
তাদের হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
তথ্যসূত্র: Barishal Metropolitan Police