
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে, কিন্তু ঐক্যবদ্ধ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো তাদের ষড়যন্ত্র সফল হতে দেবেনা।
তিনি এই কথা বলেন চট্টগ্রামের পতেঙ্গায় সিডিএ আউটার রিং রোড মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে।
তিনি আরো বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, যা সফল করতে সরকারের আন্তরিকতা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসসহ অন্যান্য কর্মকর্তারা।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না, তাই আল্লাহর ঘর নির্মাণে সবাই অংশগ্রহণ করেছেন। তিনি মসজিদের পাশে পার্ক নির্মাণের আহ্বানও জানান।
নতুন মসজিদটি দুই তলা বিশিষ্ট এবং ৪৪,১৯৯ বর্গফুট আয়তনের হবে, যেখানে প্রায় ১,৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা থাকবে।